Ami Tomake Bhalobashi Lyrics - Kidnap
আজ বলবে হঠাৎ কেউ এসেহেসে আলতো চোখে চোখে।
তোর জন্য এসেছি আমি
ভালোবাসতে যে তোকে।
আমি তোমাকে ভালোবাসি,
আমি তোমাকে ভালোবাসি।
আসে পাশে কোনো দেশে
চেনা অচেনা ভোরে।
চোখে চোখে দেখি তোকে
অচেনা স্বপ্নের ঘোরে।
তোকে ঘিরে খুব ভিড়ে
রয়েছে রাতের তারা।
আনমনে গোপনে
ভেঙেছে রাতের পাহারা।
মন বলেছে এবার তুই এলে
যাবো আমরা নিরুদ্দেশে।
তোর জন্য যত পাগলামি
চল হাওয়ায় যাই ভেসে।
আমি তোমাকে ভালোবাসি,
আমি তোমাকে ভালোবাসি।
Ami Tomake Bhalobashi Song Info:
Song: Ami Tomake Valobashi
Lyrics: Raja Chanda
Music: Jeet Gannguli
Singer: Jubin Nautiyal